Lions Charitable Eye Hospital & Institute, Chattogram

Lions Charitable Eye Hospital & Institute,Chattogram

অধ্যাপক ডা.সালেহ্‌ উদ্দিনের শোক সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের উদ্যোগে সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়েল হলে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অফথ্যালমোলজির প্রাক্তন চেয়ারম্যান, চট্টগ্রামস্থ লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালেহ্‌ উদ্দীনের শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাছির উদ্দিন চৌধুরী, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্তসহ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের একাডেমিক ডাইরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা. আলতাফ উদ্দিন খান, ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় মরহুম অধ্যাপক ডা. সালেহ্‌ উদ্দীনের কর্মময় জীবন এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তনসহ রোগীদের সেবা প্রদানের বিশেষ অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সভায় মরহুমের শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপনসহ সর্বশক্তিমান আল্ল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ্য, অধ্যাপক ডা. সালেহ্‌ উদ্দীন গত ২৬ ডিসেম্বর, ঢাকাস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *